বিশ শতকের ভারতীয় ও বিশ্ব প্রেক্ষাপট বিচারে কবি কাজী নজরুল ইসলাম এক মহোত্তম পুরুষ। তার যথার্থ মূল্যায়ন আমরা করতে ব্যর্থ হয়েছি। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৫তম মৃত্যুবার্ষিকী I নজরুল ইতিহাস ও সময়সচেতন মানুষ ছিলেন যার প্রভাব তার লেখায় স্পষ্টভাবে পাওয়া যায়। বিশ শতকের ভারতীয় ও বিশ্ব প্রেক্ষাপটে বিচার করলেই নজরুল এক মহোত্তম পুরুষ। সেসময় বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদবিরোধী যে নতুন জাগরণ শুরু হয় নজরুল তার সার্থক চেতনাবাদক। তুরস্কে কামাল পাশার নেতৃত্বে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা, রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব আর ভারতবর্ষে ব্রিটিশবিরোধী আন্দোলনের তরঙ্গকে নজরুল তার সাহিত্যে বিপুলভাবে ধারণ করেছেন। সেই সময়ে ধর্মান্ধ মুসলমানদের তিনি পুনর্জাগরণের ডাক দিয়েছেন এবং এক্ষেত্রে তার ভূমিকা একজন বলিষ্ঠ নেতার মতোই। নজরুলের যথার্থ মূল্যায়ন আমরা করতে ব্যর্থ হয়েছি কিন্তু, ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার নজরুলকে চিনতে ভুল করেনি। তাই তাকে জেলে যেতে হয়েছে, তার বই হয়েছে নিষিদ্ধ। অসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন নজরুল যা আজও আমাদের অধরা। নজরুলের সে স্বপ্নকে আমাদের বাস্তবে রূপ দিতে হবে।
নজরুলের রচনায় বিদেশী ভাষায় ব্যাপক অনুবাদ করা প্রয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে কালজয়ী রচনার বিভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে উপস্থাপনের উদ্যোগ নিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে নজরুল আবিষ্কৃত হচ্ছে নতুনভাবে এবং দিনে দিনে তার অসাধারণত্ব বহুকৌণিকভাবে উদ্ভাসিত হচ্ছে। ![WEST BENGAL MUSLIM ASSOCIATION [WBMA]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgn-WEK7aSRVNbFSKoHEKSCHXnOGmN5INTOXP5k3tgD6jX8vQmZh-EfFBBZVQQImx9_XTpZ1Jvb8zHRuLoe85S-MK4jV-r-DdVkt6d63QOF1uSxKaVhURS1ExLh3nUrPCMxJqS1y61qNxzf/s1600/180px-Dcp7323-Edirne-Eski_Camii_Allah_green3_svg.png)
WEST BENGAL MUSLIM ASSOCIATION is founded in the year 1995.The objective of the Association are educational, religious, social and cultural up-lift of the Muslims.The principle of the organization is to keep away from sectarian religious philosophy. It emphasizes the democratic values . The WBMA adheres to the concept of social justice and the nation building. We need a common united platform of Muslims.Muslims are those who believe in one God and Muhammad (S.W.) as the last Prophet.
Popular Posts
-
Left:Prof Abul Kasem, Centre: Prof Dr Sheikh Abdus Samad, Standing: Kaji Masum Akhtar An urgent meeting of the members of the WBMA was h...
-
AN EXTRAORDINARY MEETING WAS HELD ON JULY 9, 2011 AT WBMA OFFICE AT 69 ELLIOT ROAD, KOLKATA-700016. THE MEETING WAS PRESIDED BY THE FOUNDER ...
-
আজ রোববার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত । এ রাতটি শবে বরাত নামে সমধিক পরিচিত । উল্লেখ্য , রাতকে আরবীতে ‘ লাইল ' এবং ফার্সিতে ...
-
সৈয়দ আশরাফ আলী আমাদের সমাজে এমন কিছু মানুষ জন্মগ্রহণ করেন , যাঁদেরকে ধ্রুব নক্ষত্রের সঙ্গে তুলনা করা যায় । কারণ , তাঁরা এমন মহিমান্বিত বৈ...
-
By Zaidul Haque, TwoCircles.net Kolkata: Muslims in West Bengal are again facing problems in the implementation of Muslim OBC reservation ...
-
THE WEST BENGAL MUSLIM ASSOCIATION ESTABLISHED: 1995 MOBILE : 09732606970, 9432895947, 9831685793 69, Elliot Road , KOLKAT...
-
We would like to wish Eid Mubarak to all Members of The West Bengal Muslim Association and their families. The blessed month of Ramadan all...
-
THE FIRST EC MEETING WAS HELD WITH VARIOUS MUSLIM INTELLECTUALS LIKE MUNSHI ABUL KASHEM , ALHAJ BAHAUDDIN MONDAL, SK. FARID-UL KADER, MA, IS...
-
A MEETING OF THE NEWLY FORMED EXECUTIVE COUNCIL MEMBERS WILL BE HELD ON 7TH AUGUST, 2011 AT 3PM AT 69 ELLIOT ROAD, KOL-16. ALL EC MEMBERS AR...
-
WE ARE VERY SORRY THAT THE EC MEETING AS WELL AS IFTAR PARTY IS CANCELLED TODAY ON 7-8-11 AT 3 PM DUE TO BAD WEATHER, HEAVY RAIN FALL AND W...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment