Popular Posts

Saturday, August 27, 2011

বিশ শতকের ভারতীয় ও বিশ্ব প্রেক্ষাপট বিচারে নজরুল একক মহোত্তম পুরুষ


বিশ শতকের ভারতীয় ও বিশ্ব প্রেক্ষাপট বিচারে কবি কাজী নজরুল ইসলাম এক মহোত্তম পুরুষতার যথার্থ মূল্যায়ন আমরা করতে ব্যর্থ হয়েছি গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৫তম মৃত্যুবার্ষিকী I নজরুল ইতিহাস ও সময়সচেতন মানুষ ছিলেন যার প্রভাব তার লেখায় স্পষ্টভাবে পাওয়া যায়বিশ শতকের ভারতীয় ও বিশ্ব প্রেক্ষাপটে বিচার করলেই নজরুল এক মহোত্তম পুরুষসেসময় বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদবিরোধী যে নতুন জাগরণ শুরু হয় নজরুল তার সার্থক চেতনাবাদকতুরস্কে কামাল পাশার নেতৃত্বে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা, রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব আর ভারতবর্ষে ব্রিটিশবিরোধী আন্দোলনের তরঙ্গকে নজরুল তার সাহিত্যে বিপুলভাবে ধারণ করেছেনসেই সময়ে ধর্মান্ধ মুসলমানদের তিনি পুনর্জাগরণের ডাক দিয়েছেন এবং এক্ষেত্রে তার ভূমিকা একজন বলিষ্ঠ নেতার মতোই নজরুলের যথার্থ মূল্যায়ন আমরা করতে ব্যর্থ হয়েছি কিন্তু, ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার নজরুলকে চিনতে ভুল করেনিতাই তাকে জেলে যেতে হয়েছে, তার বই হয়েছে নিষিদ্ধঅসাম্প্রদায়িক সমাজ ও রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন নজরুল যা আজও আমাদের অধরানজরুলের সে স্বপ্নকে আমাদের বাস্তবে রূপ দিতে হবে
নজরুলের রচনায় বিদেশী ভাষায় ব্যাপক অনুবাদ করা প্রয়োজনআন্তর্জাতিক অঙ্গনে কালজয়ী রচনার বিভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে উপস্থাপনের উদ্যোগ নিতে হবে বর্তমান প্রেক্ষাপটে নজরুল আবিষ্কৃত হচ্ছে নতুনভাবে এবং দিনে দিনে তার অসাধারণত্ব বহুকৌণিকভাবে উদ্ভাসিত হচ্ছে। 

No comments:

Post a Comment