Popular Posts

Sunday, July 17, 2011

আজ পবিত্র লাইলাতুল বরাত


 আজ রোববার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত। এ রাতটি শবে বরাত নামে সমধিক পরিচিত। উল্লেখ্যরাতকে আরবীতে লাইলএবং ফার্সিতে শববলা হয়। শাবান মাস মূলত পবিত্র মাহে রমযানের প্রস্তুতির মাস। পবিত্র হাদীস শরীফে উল্লেখ আছেযারা ১৪ই শাবান রাতে ইবাদত করবে তাদের জন্য মুক্তি। আর যে ব্যক্তি পরদিন ১৫ই শাবান রোযা রাখবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। প্রতিবারের মতো এবারও এ রাতটি ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে পালিত হবে
পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আজ রাতে সারাদেশে মসজিদমাদরাসাখানকা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে আলোচনামিলাদ-মাহফিল ও নফল ইবাদতের আয়োজন করা হয়েছে। পবিত্র লাইলাতুল বরাতে বাড়ি বাড়ি হালুয়া-রুটি বিতরণআলোকসজ্জা ও পটকাবাজির ধুম পড়ে যায়। অনেকে এ কাজকে সওয়াবের কাজ হিসেবে মনে করে। কিন্তু পবিত্র কুরআনহাদীসে হালুয়া-রুটি বিতরণ করাআলোকসজ্জা ও পটকা ফোটানো সম্পর্কে কোন কথা উল্লেখ নেই বলে জানিয়েছেন জাতীয় আলেমগণ। পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে টিভি চ্যানেলসমূহ ও বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া পত্র-পত্রিকাও বিশেষ প্রতিবেদন প্রকাশ করবে। 

No comments:

Post a Comment